কিম জং উন কে চিঠি পুতিনের, সম্পর্ককে দৃঢ় করার আহ্বান

0
31

খাস ডেস্ক : বিশ্ব রাজনীতিতে রাশিয়ার কূটনৈতিক পন্থা এমনিতেই চর্চার বিষয়। উত্তর কোরিয়ার মতো দেশের সঙ্গে এবার রাশিয়া হাত মেলাতে চলেছে। এমনই ইঙ্গিত দিচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সম্প্রতি তিনি উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন কে চিঠি পাঠিয়েছেন। সেই চিঠিতেই রয়েছে উত্তর কোরিয়া ও রাশিয়ার সম্পর্ককে আরও দৃঢ় করার ইঙ্গিত। বিশ্ব রাজনীতিতে এই দেশের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি নিয়ে কেন উৎসাহিত পুতিন! এই প্রশ্নই এখন রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে ঘোরাফেরা করছে।

উত্তর কোরিয়ার স্বাধীনতা দিবস উপলক্ষ্যে কিম জং উনকে চিঠি লিখেছেন পুতিন। সেখানেই তিনি আহ্বান দিয়েছেন দুই দেশের সম্পর্ক বাড়িয়ে তোলার। উভয় দেশের স্বার্থের জন্যই আরও দৃঢ় সম্পর্ক প্রয়োজন। আগামীতে কোরীয় উপদ্বীপ এবং উত্তর পূর্ব এশিয়ার অঞ্চলের নিরাপত্তা এবং স্থিতিশীলতাকে শক্তিশালী করতেই এই আহ্বান জানিয়েছেন পুতিন।

- Advertisement -

পুতিন এই চিঠিতে লিখেছেন, দুই দেশ সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ব্যাপক ও গঠনমূলক দ্বিপাক্ষিক সম্পর্ক প্রসারিত করবে। তবে পুতিনের এই চিঠির আগে কিম জং উনও তাঁকে চিঠি পাঠিয়েছিলেন। সেখানে তিনি কৌশলগত সহযোগিতা, সমর্থন এবং সংহতির কথা উল্লেখ করেন। একই শত্রু দেশের বিরুদ্ধে লড়াইয়ে হাতে হাত মেলানোর আহ্বান এখন বিশ্ব রাজনীতিতে কি প্রভাব ফেলবে তার দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।